September 27, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা ভাইরাসের জন্য বন্ধ হয়ে গেলো অগ্ৰদ্বীপের গোপীনাথের মেলা

পূর্ব বর্ধমান, রাহুল রায়ঃ কাটোয়া ২নং ব্লকের অগ্ৰদ্বীপ এলাকায় করোনা ভাইরাস নিয়ে সচেতনতামূলক প্রচার করলেন কাটোয়া মহকুমা প্রশাসন ও ব্লক প্রশাসন। সিদ্ধান্ত নেওয়া হয় অগ্ৰদ্বীপের গোপীনাথের মেলা করোনা ভাইরাসের জন্য বন্ধ থাকবে। এ ব্যাপারে মেলা কমিটির সাথে প্রশাসনের আধিকারীকরা কথা বলেন। মেলায় প্রচুর মানুষের ভিড় হবে আর করোনা ভাইরাসের সতর্কতা হিসাবে ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনিক অধিকারীরা জানান। এই ব্যাপারে প্রশাসন কোনোরকম ঝুঁকি নিতে নারাজ। আজকের এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন কাটোয়ার মহকুমাশাসক প্রশান্ত রাজ শুক্লা, কাটোয়া ২নং ব্লকের বিডিও শমীক পানিগ্রহি, কাটোয়া থানার আইসি বিকাশ দত্ত, কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুব্রত মজুমদার সহ প্রমুখ। মেলা কমিটির সূত্রে জানা গেছে মেলা বন্ধ থাকলেও কিন্তু পুজো বন্ধ থাকবে ‌না।