September 8, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা ভাইরাসের গ্রাসে ভারতে মৃত্যুর সংখ্যা বেড়ে 14

করোনা ভাইরাসের থাবা গোটা বিশ্বে৷ ইতিমধ্যেই গোটা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে চার লক্ষ মানুষ৷ তার সাথে যতদিন যাচ্ছে বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যাও,প্রায় কুড়ি হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে এই মারণ ভাইরাসের জেরে৷ এশিয়া, আফ্রিকা,ইউরোপ প্রভৃতি প্রত্যেকটা দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাসের সংক্রমণ৷ সবথেকে বেশি মৃত্যুর সংখ্যা শোনা গিয়েছে ইতালিতে৷ মৃত্যুর সংখ্যা কুড়ি হাজারের মধ্যে শুধুমাত্র ইতালি ও স্পেন মিলিয়ে মারা গিয়েছে 11 হাজার মানুষ। তবে যে চীনে এই ভাইরাসের উৎপত্তি হয়েছিল সেই চীনে কিন্তু গত দুই সপ্তাহে মৃত্যুর হার অনেকটাই কমে গিয়েছে বলে শোনা যাচ্ছে ৷ চীনে এখনো পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা প্রায় 3,000 জন৷
পাশাপাশি অন্যান্য দেশের মতোই ভারতেও ক্রমশ জোরালো হচ্ছে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা৷ এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ভারতে আক্রান্তের সংখ্যা প্রায় 600 জন এবং মারা গিয়েছেন মোট 14 জন৷ এই পরিস্থিতিতে করোনা ভাইরাসের মোকাবিলায় আগামী 14 এপ্রিল পর্যন্ত দেশবাসীকে লকডাউন থাকার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷