গোটা বিশ্ব জুড়ে প্রতিনিয়ত বেড়েই চলেছে মারন করনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা ৷ আর এই করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যেই জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া৷এদিনের ভূমিকম্পের মাত্রা ছিল 7.8৷ বুধবার রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জে এই ভূমিকম্পটি অনুভূত হয়৷ সূত্রের খবর,প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতায় কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে ভূমিকম্পের উৎপত্তি স্থলের এক হাজার কিলোমিটারের মধ্যে সুনামি হওয়ার আশঙ্কা রয়েছে৷ তবে এর আগে 2018 সালে এইরকম বড়সড় ভূমিকম্পে কেঁপে উঠেছিল রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জ ৷ তখন অবশ্য রিখটার স্কেলে এর মাত্রা ছিল 6.7৷
অন্যদিকে কয়েকদিন আগেই শোনা গিয়েছে, ইউরোপের ভূমিকম্পের ঘটনা ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.4৷ ইউরোপে ভূমিকম্পে কেঁপে উঠেছিল ক্রোয়েশিয়া, হাঙ্গেরি, অস্ট্রিয়া সহ বেশ কিছু দেশ। তবে জানা গিয়েছে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ক্রোয়েশিয়ার রাজধানী জাগরে৷ ভূমিকম্পের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় সেখানে ৷ এমনকি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে বলে জানা যায়৷ পাশাপাশি জাগরে বিখ্যাত ক্যাথেড্রালের দুটি চূড়াও ভূমিকম্পের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে৷