বিশ্বের শক্তিধর দেশগুলির মধ্যে অন্যতম হল আমেরিকা। শত্রুদের সঙ্গে লড়াই করতে পারদর্শী আমেরিকা। কিন্তু করোনা ভাইরাসকে চোখে না দেখতে পাওয়ায় তার সাথে লড়াই চালানোটা বেশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে আমেরিকার কাছে। প্রতিদিনই সেখানে হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, আমেরিকায় মোট মৃতের সংখ্যা ৭৪ হাজার ছাড়িয়ে গিয়েছে। সাথে আক্রান্ত হয়েছে ১২ লক্ষ্য ৬৩ হাজারের বেশি মানুষ।
তবে আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতে, এই ভাইরাস পার্ল হারবার বা ৯/১১ এর থেকেও খারাপ। কারণ এর আগে কখনো আমেরিকায় এত মানুষ একসঙ্গে মারা যায়নি। ১৯৪১ সালে হাওয়াই দ্বীপপুঞ্জের পার্ল হারবারে মার্কিন নৌসেনার ঘাঁটিতে আক্রমণ করেছিল জাপানের নৌসেনা। ৬টি বিমানবাহী জাহাজ থেকে ৩৫৩টি জাপানী যুদ্ধবিমান একসঙ্গে আক্রমণ করে মার্কিন নৌ ঘাঁটিতে। সেই হামলার জেরে ও নিহত হয়েছিল ২৪০০ মার্কিন সেনা। আহত হয়েছিল প্রায় ১ হাজার নৌসেনা।
কিন্তু এই করোনা ভাইরাস সবকিছুকে ছাপিয়ে গিয়েছে। করোনাভাইরাস এর জেরে মৃত্যু হয়েছে ৭৪ হাজারের বেশি মানুষের। এবং এখনও পর্যন্ত আমেরিকায় মৃত্যু মিছিল অব্যাহত। সেই কারণেই করোনা ভাইরাসকে তাদের দেশের সবথেকে বড় শত্রু বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প৷