করোনা মোকাবিলায় নিজের সঞ্চিত অর্থ থেকে ১ লক্ষ ২৫ হাজার টাকা মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে দান করলেন রাজ্য সভার সাংসদ তথা উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের সহ সভাপতি অর্পিতা ঘোষ। শুক্রবার বালুরঘাটে জেলা সমাহর্তালয়ে ভবনে গিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক নিখিল নির্মলের হাতে ১ লক্ষ ২৫ হাজার টাকার চেক তুলে দেন অর্পিতা ঘোষ। একই সঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলার চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান দেবাশিষ মজুমদার-ও তার প্রাপ্ত সরকারি ভাতা থেকে ৩০ হাজার টাকা এদিন মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে দান করেন।
এদিন অর্পিতা ঘোষ ও দেবাশিষ মজুমদার ছাড়াও দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শংকর মন্ডল ৫০ হাজার টাকা, তৃণমূল কংগ্রেসের বালুরঘাট শহর কমিটির সভাপতি সুভাষ চাকী ১৫ হাজার টাকা, তৃণমূল ছাত্র পরিষদের বালুরঘাট শহর কমিটির শহর সভাপতি অমরনাথ ঘোষ ব্যক্তিগতভাবে ১০ হাজার টাকা এবং সংগঠনগতভাবে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে ১৬ হাজার টাকা তুলে দেওয়া হয় বলে জানা গেছে। শুক্রবার মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে নিজের সঞ্চিত অর্থ দান করার পাশাপাশি এদিন রাজ্যসভার সাংসদ অর্পিতা ঘোষ দক্ষিণ দিনাজপুর জেলার ক্লাবগুলির কাছে পূজোর খরচ কমিয়ে মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে অর্থ সাহায্যের অবেদন জানান।
রাজ্যসভার সাংসদ অর্পিতা ঘোষ-এর এই আবেদনকে সাধুবাদ জানিয়েছে বালুরঘাট শহরের একাধিক ক্লাব। বালুরঘাটের বিগ বাজেটের পুজো উদ্যোক্তা কচিকলা একাডেমী-র প্রবীন সদস্য সুখেন্দু চ্যাটার্জি বলেন এটা ভাল পদক্ষেপ। তিনি বলেন প্রত্যেক ক্লাবকেই সাহায্য করা উচিৎ তাদের সামর্থ্য অনুযায়ী। একই সঙ্গে এদিন তিনি স্পষ্ট জানান কচিকলা একাডেমী-র পক্ষ থেকে তারাও সাহায্যের হাত বাড়িয়ে দেবেন।