September 20, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা প্রতিরোধে জীবাণু নাশ করতে বিশেষ স্প্রে কলকাতা পুরসভার

করোনা প্রতিরোধে চিনের ইউহানের ধাঁচে রাসায়নিক প্রয়োগ কলকাতা পুরসভার। করোনার গর্ভগৃহ ইউহান প্রদেশে ব্যাপক হারে এই সোডিয়াম হাইপোক্লোরাইড মিশ্রিত স্প্রে ছড়িয়েই ভাইরাসকে ধ্বংস করে মৃত্যুর হার কমিয়ে এনেছে চিন।ঠিক সেই পন্থাই অবলম্বন করতে চায়ছে পুরসভা।

এই মারন ভাইরাসে সংক্রামিত হয়েছে এ রাজ্যের অনেক মানুষ। জানা গিয়েছে, গত দিন কয়েক আগে পন্ডিতিয়ারের একটি অ্যাপার্টমেন্ট থেকে একজন করোনা আক্রান্ত যুবককে আই ডি তে ভর্তি করা হয়। ফলে সেখানে দেবাশীষ কুমারের উদ্যোগে করোনা সংক্রমিত হতে পারে এমন সন্দেহে চিহ্নিত বহুতলের বিভিন্ন ফ্লোরে জীবাণু ধংসকারী রাসায়নিক-স্প্রে ছড়ানো হয়।

জানা গিয়েছে, মঙ্গলবার থেকেই মহানগরের রাস্তায় একসঙ্গে ২০টি বড়মাপের জেট-স্প্রে গাড়ি দিয়ে জীবাণুনাশক রাসায়নিক জলে মিশিয়ে ছড়ানো হয়েছে। আর এভাবেই কিছুটা করোনা সংক্রমন থেকে কলকাতাকে বিপদমুক্ত করার চেষ্টা শুরু করল পুরসভা।