September 6, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা পরিস্থিতি নিয়ে বারাক ওবামার তীব্র সমালোচনার মুখে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প


মার্কিন মুলুকের প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার মুখে তীব্র সমালোচনার শোনা গেল বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের ভূমিকা নিয়ে। গত শনিবার, কলেজ গ্র্যাজুয়েটদের একটি অনলাইনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সেখানেই তিনি বক্তব্য রাখতে গিয়ে আমেরিকার করোনা পরিস্থিতি নিয়ে নাম না করে ট্রাম্প প্রশাসন দিকে আঙ্গুল তোলেন। আর এদিনের বক্তৃতার পর থেকেই করোনা বিধ্বস্ত মার্কিন যুক্তরাষ্ট্রের জোরালো দাবি উঠেছে ফিরে আসুন ওবামা।

বারাক ওবামার মতে, মহামারী পরিস্থিতিকে সেভাবে গুরুত্ব না দেওয়ার ফলেই দিনদিন দুর্বিসহ হয়ে উঠেছে আমেরিকার পরিস্থিতি। এদিকে চলতি বছর শেষেই রয়েছে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন৷

এখনো পর্যন্ত গোটা বিশ্বে মৃত্যুর সংখ্যার তালিকার দিক থেকে শীর্ষে রয়েছে আমেরিকা। আমেরিকায় মোট আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ ছারিয়ে গিয়েছে। ইতিমধ্যে সেখানে মৃত্যু হয়েছে ৮৯ হাজার বেশি মানুষের। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে প্রায় ১২০০ বেশি মানুষ।