April 25, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা পরিস্থিতির মধ্যে ভূমিকম্পে কেঁপে উঠল আসাম

দেশে করোনা ভাইরাসের দাপটে প্রতিমুহূর্তে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হচ্ছে | এবার সেই আতঙ্কের মাঝেই রবিবার রাতে ভূমিকম্পে কেঁপে উঠল অসম | রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 4.8 | তবে ভূমিকম্পের ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে | ভূমিকম্প অনুভূত হয় গোহাটি সহ আসামের একাধিক জায়গায় | তবে ঘটনায় বেশ ভয় পেয়ে গিয়েছেন এলাকাবাসী | এক সপ্তাহ আগে গত রবিবার হিমাচল প্রদেশের চাম্বায় দুবার ভূমিকম্প হয়েছিল একই দিনে | কম্পনের মাত্রা ছিল 4.5 | তবে সেখানে ভূমিকম্পের ফলে কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা যায় | পরপর গত কয়েক সপ্তাহে যেন কোন না কোন জায়গা ভূমিকম্পে কেঁপে উঠছে | একে করোনার আতঙ্কে গোটা দেশবাসী এস্ত, তার ওপর ভূমিকম্পের ফলে মানুষের মধ্যে আরো বেশি আতঙ্কের সৃষ্টি হচ্ছে |