October 5, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা পরিস্থিতিতে বেআইনিভাবে চাল মজুত গ্রেপ্তার 2

করোনা ভাইরাস এর জেরে আগামী 14 ই এপ্রিল পর্যন্ত লকডাউন জারি করা হয়েছে গোটা দেশে৷ ফলে বন্ধ একাধিক দোকান বাজারসহ যানবাহন পরিষেবা৷এই পরিস্থিতিতে বেআইনিভাবে চালের বস্তা মজুদ রাখার অভিযোগ ওঠে দুই ব্যক্তির বিরুদ্ধে৷শনিবার ঘটনাটি ঘটেছে কাশিপুর থানা এলাকায়৷ সূত্রের খবর সেখানে ওই এলাকায় একটি গুদাম ঘরে 343 বস্তা চাল মজুত করা হয়েছিল বলে জানা গিয়েছে৷ওই গুদামের মালিক একজন চাল ব্যবসায়ী৷ এরপর শনিবার রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে কাশিপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং সেখান থেকে তারা 343 বস্তা চাল উদ্ধার করে৷ইতিমধ্যেই চালের বস্তা গুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ সাথে ঘটনার সাথে জড়িত সন্দেহে ওই চাল ব্যবসায়ী ও তার এক সহযোগীকেও গ্রেপ্তার করেছে পুলিশ৷ জানা গিয়েছে বাজেয়াপ্ত করা ওই চালের বস্তার দাম বর্তমান বাজারে প্রায় কয়েক লক্ষ টাকা৷লকডাউনের এই পরিস্থিতিতে এমন অসাধুভাবে চাল মজুত রাখার ঘটনা উঠে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে৷