করোনার গ্রাস ভারত সহ একাধিক দেশে৷ তারপরে গৃহবন্দি রয়েছেন বলিউড তারকারা৷ দেশের সঙ্কটজনক পরিস্থিতিতে দেশের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলেন রজনীকান্ত।কিছুদিন আগে বলিউডের প্রথম সারির তারকাদের মধ্যে অক্ষয় কুমারও 150কোটি দান করেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে৷এবার মঙ্গলবার করোনার ত্রাণ তহবিলে দানে উদ্যোগী হন কার্তিক আরিয়ান, আলিয়া ভাট , সাইফ আলি খান, কারিনা কাপুর, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, প্রিয়াঙ্কা চোপড়া সহ সারা আলি খান৷
ভিকি কৌশল তার নিজের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে একটি পোস্ট করে ১ কোটি টাকা অনুদানের ঘোষণা করেন তিনি৷
পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ দেবার কথা ঘোষণা করেন আলিয়া ভাট। তবে তিনি ঠিক কত পরিমাণ অর্থ দান করবেন তা তিনি জানাননি৷
অন্যদিকে বলিউডের অন্যতম নায়িকা ক্যাটরিনা কাইফ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদানের কথা জানান৷ এইভাবে দেশের কঠিন পরিস্থিতিতে দেশের পাশে করোনা মোকাবিলায় এগিয়ে এসেছেন সকল তারকারাই৷করোনা মোকাবিলায় একত্রিত হয়ে লড়াই করছেন সকল দেশবাসী।