করোনা আক্রান্ত নিয়ে এস্ত গোটা বিশ্ব ৷ তার মধ্যেই লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা ৷ এই পরিস্থিতি মোকাবেলায় একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন কেন্দ্রীয় সরকার৷ আগামী 14 এপ্রিল পর্যন্ত 21 দিনের জন্য রাখা হয়েছে গোটা দেশ৷ সুতরাং এই পরিস্থিতিতে করোনা সংক্রমণ রুখতে বাড়িতে বন্দি সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই৷ এই লকডাউন পরিস্থিতিতে পাশে দাঁড়িয়েছেন দেশের ক্রীড়া ব্যক্তিত্বরাও| বাকি দেশবাসীর মতোই ক্রীড়াব্যক্তিত্বরাও তাদের নিজেকে, নিজেদের ঘরের মধ্যে বন্দি রেখেছেন৷ বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির সহ রবিচন্দ্রন অশ্বিন কোচ রবি শাস্ত্রী দেশবাসীকে নিজের ঘরে সুরক্ষিত থাকার আবেদন জানিয়েছেন৷ এ বিষয়ে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা টুইটারে তাদের একটি ভিডিও পোস্ট করেন, সেখানে তারা জানান এটা দেশের কঠিন সময়, পরীক্ষার একটি মুহূর্ত।এটি এইরকম পরিস্থিতিতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আবেদন জানান তারা| দেশবাসীর উদ্দেশ্যে তাদের এই বার্তা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে৷