January 22, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা পজেটিভ এক বৃদ্ধা, হাসপাতালের চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মী সহ ৫৬ জনকে পাঠানো হয়েছে কোয়ারেন্টাইনে


গোটা দেশজুড়ে ক্রমশ বাড়ছে করোনার আতঙ্ক। এবার ক্যান্সার আক্রান্ত এক বৃদ্ধার শরীরে মিলল করোনা ভাইরাসের উপস্থিতি। ঘটনা প্রকাশ্যে আসতেই হাসপাতালের চিকিৎসক ও নার্স, স্বাস্থ্যকর্মীদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, মুর্শিদাবাদের এই ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে প্রথমে কাটোয়া মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। কিন্তু তার জ্বর না কমায় বেশ কয়েকদিন সেখানে রাখার পর তাকে সেখান থেকে স্থানান্তরিত করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসার জন্য ভর্তি করা হয় তাকে। এরপর তার লালারসের নমুনা পাঠানো হয় পরীক্ষার জন্য। সেই নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপরই জানা গিয়েছে, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রণব রায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক নার্স ও স্বাস্থ্য কর্মী সহ মোট ৩৮ জনকে কোয়ারেন্টাইনে পাঠানোর নির্দেশ দেয়। পাশাপাশি কাটোয়া মহকুমা হাসপাতালে ১৮ জন চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মীদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়। সাথে বর্তমানে ওই বৃদ্ধাকে কলকাতা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গিয়েছে।