নিজস্ব প্রতিনিধি পূর্ব মেদিনীপুর: হলদিয়া গোটা রাজ্যে মঙ্গলবার বিকেল পাঁচটার পর মুখ্যমন্ত্রীর লক ডাউন ঘোষণার পর হলদিয়া মহকুমা অফিসে বৈঠকে বসলেন মহকুমা শাসক। সমস্ত থানার ওসি এবং শিল্পাঞ্চলের কর্ম কর্তাদের নিয়ে বৈঠক করলেন মহকুমাশাসক। করোনা ভাইরাস সংক্রমণ যাতে না ছড়ায় তার জন্য মানুষকে ঘরবন্দী করার জন্য নতুন পদক্ষেপ এই বৈঠকে নিলেন হলদিয়া মহাকুমাশাসক। হলদিয়া পৌরসভা করোনা ভাইরাস নিয়ে তৎপরতা তুঙ্গে। হলদিয়া পৌরসভা নতুন স্ক্যানার কেনা হল আটটি, যাতে সংক্রমণ ধরার যায়। রাস্তাঘাটে যারা অবাঞ্ছিত ভাবে ঘুরছিল তাদের পুলিশ লাঠি চার্জ করে ঘরে ফেরা এবং রাস্তাঘাট শুনশান তৈরি করে। রাস্তায় কার্যত শুনশান, দোকান গুলোতে দু-একজন মানুষ রয়েছে, ঔষধ দোকানের সামান্য একটু ভিড় রয়েছে। বারে বারে মাইকিং করছে প্রশাসনের পক্ষ থেকে যে আপনারা বাড়িতে থাকুন বাড়ি থেকে বের হবেন না।