নিজস্ব প্রতিনিধি, মালদা: করোনা ভাইরাস নিয়ে মালদা জেলা প্রশাসনিক ভবনে বৈঠকে রাজ্য স্বাস্থ্য সচিবের সাথে ভিডিও কনফারেন্সে বৈঠক করলেন জেলা স্বাস্থ আধিকারিকেরা। উপস্থিত ছিলেন, জেলাশাসক রাজর্ষী মিত্র, পুলিশ সুপার অলোক রাজোরিয়া, মালদা মেডিক্যাল কলেজের এম এস ভি পি অমিত দাঁ, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভুষন চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকেরা। বৈঠক শেষে মালদা মেডিকেল কলেজের এম এস ভি পি অমিত দাঁ বলেন, ইতিমধ্যে একজনের নমুনা সংগ্রহ করে কলকতা পাঠানো হয়েছে। যার নমুনা পাঠানো হয়েছে তিনি একজন মহিলা। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে কোয়ারেন্টাইনে এই মুহূর্তে চারজন ভর্তি রয়েছে। আরেকটি ১৫-২০ বেডের আইসোলেশন ওয়ার্ড করা হচ্ছে। পজিটিভ হলে তাদেরকে সেখানে রাখা হবে। ‘মানুষকে সচেতন হতে হবে, মানুষ সচেতন না হলে এই রোগ প্রতিরোধ করা যাবে না’ এমনটাই জানালেন মালদা মেডিকেল কলেজের এম এস ভি পি।
অন্যদিকে হাজার হাজার শ্রমিক প্রতিদিন ভিড় জমাচ্ছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানে তারা পরীক্ষা করানোর পর বাড়ি ফিরছেন।