December 11, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা নিয়ে চীনের কাছে ক্ষতিপূরণ আদায় করতে চান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের


গত বছরের শেষের দিক থেকেই করোনা ভাইরাসের উৎপত্তি হয়েছে চিনের উহান থেকে। এরপর চলতি বছরের শুরু থেকেই তা ছড়িয়ে পড়ে গোটা বিশ্বের বিভিন্ন দেশে। এখনো পর্যন্ত করোনা সংক্রমণ দেখা দিয়েছে বিশ্বের ২১০ টি দেশে। তার মধ্যে গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৩০ লক্ষের বেশি ছাড়িয়ে গেছে। পাশাপাশি মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে গিয়েছে দু’লক্ষ। বিশ্বের সব দেশ গুলির মধ্যে করোনা আক্রান্তে মৃত্যু সংখ্যার নিরিখে শীর্ষে রয়েছে আমেরিকা। তারপরে রয়েছে ইতালি, স্পেন, ফ্রান্স ও ব্রিটেন। আমেরিকায় অব্যাহত রয়েছে মৃত্যু-মিছিল।

তবে এই করোনা ভাইরাসের উৎপত্তি নিয়ে এবার চীনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। শুরুতেই কেন অন্যান্য দেশ গুলিকে করোনা ভাইরাসের কথা জানানো হয়নি, সেই নিয়ে ওঠে অভিযোগ। সূত্রের খবর, ইতিমধ্যেই জার্মানি চীনের কাছ থেকে বড় অঙ্কের ক্ষতিপূরণ দাবি করেছে। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি করোনা ভাইরাসের জন্য চীনের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করতে চান। জানা গিয়েছে, জার্মানি চীনের কাছে ১৩ হাজার কোটি ইউরো অর্থাৎ ১ হাজার ৭৪ কোটি টাকার অঙ্কের ক্ষতিপূরণ দাবী করেছেন। তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প চীনের কাছে কি পরিমাণ অর্থ চাইবে তা এখনো চূড়ান্ত হয়নি। আমেরিকায় ক্রমশ চীনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জোরালো হয়ে উঠেছে। সূত্রের খবর, সেনেটর সিন্ডি হাইড স্মিথ লিখেছেন, “অতিমহামারীর শুরুতে চিন সকলকে মিথ্যা কথা বলেছিল। ব্যাপারটা গোপন রাখার জন্য আমরা তাদের দায়ী করতে পারি।”