June 24, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা নিয়ে গান গাইলেন বলিউডের ভাইজান সলমন


বর্তমানে করোনার পরিস্থিতিতে দ্বিতীয় দফায় চলছে লকডাউন। তার জেরে গৃহবন্দি সকলেই। এই পরিস্থিতিতে করোনা নিয়ে ছবি বানাতে উদ্যোগী অনেক প্রযোজকই। তবে এই সবের মাঝে সলমন, সকলকে ছাপিয়ে গেলেন। তিনি নিয়ে এলেন তার নতুন গান ‘প্যায়ার করোনা’। তবে এখনো সেই গান প্রকাশ্যে আসেনি। আপাতত শুধুমাত্র গানের একটি টিজার প্রকাশ্যে এসেছে। আর তা প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মধ্যে সেটি বেশ ভাইরাল হয়ে গিয়েছে।

এই লকডাউন পরিস্থিতিতে কার্তিকের ‘কোকি পুছেগা’ অনুষ্ঠান দিয়ে শুরু হয়েছিল তার ইউটিউব চ্যানেল। এরপর একে একে বহু বলিউড তারকাই তাদের ইউটিউব চ্যানেল শুরু করেছেন। এবার সলমন খান সেই পথেই হাঁটলেন অর্থাৎ আগামীকাল থেকেই শুরু হবে ইউটিউব চ্যানেল। আর সেখানেই শোনা যাবে সলমনের নিজের কন্ঠে গাওয়া সেই গান।