করোনা সংক্রমণ নিয়ে সাধারন মানুষের মনের মধ্যে ভীতির সঞ্চার ক্রমশ ঘটছে। প্রতিনিয়ত বিশ্ব জুড়ে বেড়েই চলেছে রোগীর সংখ্যা। ডাক্তারদের ভাষায়, করোনের উপসর্গের বিভিন্ন পরিবর্তনও ঘটছে। জ্বর, পেটে ব্যথা থেকে শুরু করে করে বিভিন্ন নতুন নতুন রোগীর মধ্যে উপশম দেখা দিচ্ছে। তাই জনসাধারণের সচেতনতার উদ্দেশ্যে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের খন্যাডিহি গ্রামে এলাকা বাসীদের সচেতনতা সংক্রান্ত একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিশু চিকিৎসক ডাক্তার চিরঞ্জীব নায়েক। তিনি জানান, বাড়িতে থেকে আরো কি কি সাবধানতা অবলম্বনের দরকার সেবিষয়ে গ্রাম বাসীদের জানান এই চিকিৎসক। এছাড়া এদিন প্রায় ৩০০ দুঃস্থ মানুষকে নানা ভাবে সাহায্য দান করেন। এদিন ডাক্তার চিরঞ্জীব নায়েক ছাড়াও উপস্থিত ছিলেন সমাজ সেবী উজ্জ্বল ভট্টাচার্য সহ স্থানীয় বিশেষ ব্যক্তিবর্গরা।