October 3, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা নিয়ে বিভ্রান্তিকর পোষ্ট, গ্রেফতার কোন্নগররের শিক্ষকা

ফেসবুকে করোনা নিয়ে বিভ্রান্তিমূলক পোষ্ট করার অভিযোগে এবার এক স্কুল শিক্ষিকাকে গ্রেফতার করল পুলিস।করোনা মোকাবিলায় একের পর এক মানবিক পদক্ষেপ নিয়েছে সরকার৷আর তার মধ্যে অন্যতম হল করোনা নিয়ে অযথা আতঙ্ক বা গুজব না ছড়ানোর বার্তা৷কিন্তু সেই বার্তাকেই বুড়ো আঙ্গুল দেখিয়েফেসবুকে বিভ্রান্তিকর পোষ্ট করার অভিযোগ উঠল এক শিক্ষিকার বিরুদ্ধে৷ঘটনাটি ঘটেছে হুগলীর কোন্নগরে৷
সূত্রের খবর,হুগলীর কোন্নগরের বাসিন্দা ,হাওড়া জেলা হাসপাতালের এক চিকিৎসক করোনায় আক্রান্ত হওয়ার ঘটনা ঘটে৷এরপর কোন্নগর পুরসভার তরফ থেকে ওই আবাসনকে স্যানিটাইজ করা হয়৷অভিযোগ ,তারই মধ্যে অবন্তিকা নামে এক বেসরকারি স্কুলের শিক্ষিকা সোশ্যাল মিডিয়ায় পোষ্ট করেন যে, ওই চিকিৎসকই কোন্নগরে করোনা ছড়াচ্ছেন৷আর এই পোষ্টের পরই এলাকায় আতঙ্ক ছড়ায় বলে অভিযোগ ৷এরপরই ওই অভিযুক্ত শিক্ষিকাকে গ্রেফতার করে পুলিস।এরপর আজ অভিযুক্তকে শ্রীরামপুর আদালতে তোলা হলে, বিচারক তাকে ৩ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে৷যদিও ওই অভিযুক্তের দাবি ,তিনি না বুঝে ভুল করে পোষ্টটি করে ফেলে ছিলেন৷