ফেসবুকে করোনা নিয়ে বিভ্রান্তিমূলক পোষ্ট করার অভিযোগে এবার এক স্কুল শিক্ষিকাকে গ্রেফতার করল পুলিস।করোনা মোকাবিলায় একের পর এক মানবিক পদক্ষেপ নিয়েছে সরকার৷আর তার মধ্যে অন্যতম হল করোনা নিয়ে অযথা আতঙ্ক বা গুজব না ছড়ানোর বার্তা৷কিন্তু সেই বার্তাকেই বুড়ো আঙ্গুল দেখিয়েফেসবুকে বিভ্রান্তিকর পোষ্ট করার অভিযোগ উঠল এক শিক্ষিকার বিরুদ্ধে৷ঘটনাটি ঘটেছে হুগলীর কোন্নগরে৷
সূত্রের খবর,হুগলীর কোন্নগরের বাসিন্দা ,হাওড়া জেলা হাসপাতালের এক চিকিৎসক করোনায় আক্রান্ত হওয়ার ঘটনা ঘটে৷এরপর কোন্নগর পুরসভার তরফ থেকে ওই আবাসনকে স্যানিটাইজ করা হয়৷অভিযোগ ,তারই মধ্যে অবন্তিকা নামে এক বেসরকারি স্কুলের শিক্ষিকা সোশ্যাল মিডিয়ায় পোষ্ট করেন যে, ওই চিকিৎসকই কোন্নগরে করোনা ছড়াচ্ছেন৷আর এই পোষ্টের পরই এলাকায় আতঙ্ক ছড়ায় বলে অভিযোগ ৷এরপরই ওই অভিযুক্ত শিক্ষিকাকে গ্রেফতার করে পুলিস।এরপর আজ অভিযুক্তকে শ্রীরামপুর আদালতে তোলা হলে, বিচারক তাকে ৩ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে৷যদিও ওই অভিযুক্তের দাবি ,তিনি না বুঝে ভুল করে পোষ্টটি করে ফেলে ছিলেন৷