November 29, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা থেকে বাঁচতে এবার মুখোশ পরলেন স্বয়ং বাবা বিশ্বনাথ

যে বিশ্বনাথ স্বয়ং সব রোগের বিনাশ করেন তাঁকেই নাকি এবার খোদ করোনায় আক্রমণ করেছে! অবিশ্বাস্য লাগলেও এমন ছবিই ধরা পড়েছে কাশি বিশ্বনাথ মন্দিরে। করোনার প্রকোপ থেকে ভগবানকে বাঁচাতে এক ভক্তের প্রয়াস। শিবলিঙ্গকে করোনা সেফটি মাস্ক পড়িয়েই চলছে পুজোপাঠ। বারাণসীর মন্দিরের পুরোহিত কৃষ্ণ আনন্দ পাণ্ডে এই অবিশ্বাস্য কাণ্ডটি ঘটিয়েছেন। বাবা বিশ্বনাথের পাশাপাশি অন্যান্য দেবদেবীর বিগ্রহতেও মুখোশ পরিয়েছেন তিনি। পুজো দিতে আসা ভক্তদেরও তিনি মুখোশ পরে মন্দিরে আসতে বলছেন। মন্দিরের দেবদেবীদের ছুঁতে বারণ করছেন। বলছেন, দূর থেকে পুজো দিয়ে চলে যেতে।

করোনাভাইরাসের সংক্রমণ সম্পর্কে ভক্ত, পূণ্যার্থীদের সচেতন করতেই সেবায়েতরা ভগবান বিশ্বনাথ-সহ মন্দিরের সব দেবদেবীকেই মুখোশ পরিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন পুরোহিত কৃষ্ণ আনন্দ পাণ্ডে। আর এই ছবি ট্যুইটারে পোস্ট করতেই নিমেষে তা হয়ে গেল ভাইরাল।