July 26, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা ত্রানে কোন খাতে কত টাকা দিচ্ছে তাঁর সংস্থা, পরিকল্পনা ভাগ করলেন বাদশা

করোনা মোকাবিলায় ত্রান তহবিলে অর্থ বা ত্রান সামগ্রী দান করেছেন সেলেব মহলের বাঘা বাঘা ব্যক্তিত্ব। কিন্তু তিনি কেন এখন হাত গুটিয়ে বসে? সেই নিয়ে এতদিন চলেছে বিস্তর চর্চা, উঠেছে চায়ের কাপে তুফান। কিন্তু তিনি যে স্বয়ং বাদশা। তাই তাঁর প্রতিটি পদক্ষেপেই যে অত্যন্ত সুন্দর পরিকল্পনা ও নিয়মানুবর্তিতা থাকবে তা বলা বাহুল্য। এতদিন তিনি চুপ করে ছিলেন সেটা যে তাঁর পরিকল্পনা বাস্তবায়নেরই অংশ মাত্র তা এবার বুঝে গেল গোটা দেশ।

“প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরীবাল এবং অন্যান্য রাজ্যের নেতারা যে ভাবে করোনার মতো অতিমারির মোকাবিলা করছেন তা এক কোথায় আসাধারণ। আমরা প্রাথমিক ভাবে দিল্লি, কলকাতা, মুম্বই এই তিন শহরকে ফোকাস করছি। এই ক্ষেত্রে যা প্রয়োজন আমরা করব।” নিজের স্যোশাল অ্যাকাউন্টে লিখে বাদশা জানিয়েছেন ‘রেড চিলিস এন্টারটেনমেন্ট, নাইট রাইডার্স, মীর ফাউন্ডেশন আর রেড চিলি ভিএফএক্স-এর সম্মিলিত উদ্যোগে করোনা মোকাবিলায় দেশবাসীর পাশেই আছেন তিনি। শুধু তাই নয়, কোন খাতে কত টাকা দেওয়া হয়েছে তা-ই নয়, দেশ জুড়ে কোথায় কী ভাবে কাজ করবে শাহরুখের সংস্থা? সোজাসুজি প্ল্যান পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রধানমন্ত্রীর ফান্ডে কলকাতা নাইট রাইডার্স, আইপিএল ফ্যাঞ্চাইজির মালিক গৌরী খান আর শাহরুখ খান, জুহি চাওলা মেটা, জয় মেটা অর্থ দান করবেন। মহারাষ্ট্র মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে রেড চিলিস এন্টারটেনমেন্ট টাকা দেবে। স্বাস্থ্য সুরক্ষা পরিষেবা প্রদানকারী মীর ফাউন্ডেশন এবং কেকেআর যৌথ ভাবে পশ্চিমবঙ্গ আর মহারাষ্ট্র সরকারের সঙ্গে কাজ করে ৫০,০০০ পিপিই কিট দেবে। মীর ফাউন্ডেশন আর এক সাথ আর্থ ফাউন্ডেশন মুম্বইয়ের ৫৫০০ পরিবারকে এক মাসের খাবার দেবে। নতুন করে ব্যবস্থা করা হবে রান্নাঘরের, যেখানে রোজ ২০০০ মানুষের রান্না করা হবে। এই রান্না পৌঁছে দেওয়া হবে সেই সব মানুষের কাছে যারা ঠিক মতো খাবার পাচ্ছেন না।

শাহরুখের মীর ফাউন্ডেশন এর সঙ্গে হাত মিলিয়ে দশ হাজার মানুষের জন্য এক মাস ধরে তিন লাখ খাবারের প্যাকেট দেবে। মীর ফাউন্ডেশন দিল্লির প্রান্তে থাকা ২৫০০ দিন মজুরদের জন্য এক মাস চাল, ডাল, সব্জি সরবরাহ করবে। মীর ফাউন্ডেশন অ্যাসিড সারভাইভারদের জন্য মাসিক ভাতা দেওয়ার সিধান্ত নিয়েছে উত্তরপ্রদেশ, বাংলা, বিহার, ওড়িশার জন্য। “রাতকে বাদ নয়ে দিনকি শহর আয়েগি, দিন নেহি বাদলেগা, তারিখ বদল জায়েগি।” নিজের টুইটার পেজে এই কথার মধ্যে দিয়ে শাহরুখ আরও একবার প্রমান করে দিলেন কেন তিনি কিং খান।