November 12, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা ত্রাতা ভারত, হাইড্রক্সিক্লোরোকুইন ফের রপ্তানি করতে পারে কেন্দ্র

নিজের করাল কামড়ে বিশ্ব জুড়ে ত্রাস ছড়িয়েছে করোনা। প্রতিদিন হাজার হাজার মানুষের প্রাণ কাড়ছে এই মারণ ভাইরাস। আর এই পরিস্থিতিতে এখনও অনাবিষ্কৃত এই রোগের প্রতিষেধক। বিশ্বজুড়ে সেই চেষ্টাই চালাচ্ছেন গবেষকরা। কিন্তু এক্ষেত্রে দেখা গিয়েছে করোনার চিকিৎসায় আশাপ্রদ ফল দিচ্ছে হাইড্রক্সিক্লোরোকুইন।

এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্যুইট বার্তায় দাবি করেন, করোনা মোকাবিলায় মেডিসিনের ইতিহাসে নজির সৃষ্টি করবে হাইড্রক্সিক্লোরোকুইন। ম্যালেরিয়া এই প্রতিষেধক উৎপাদনে বিশ্বের মধ্যে ভারত প্রথম সারিতে। দেশে করোনা পরিস্থিতিতে এই ওষুধের যাতে আকাল না পড়ে সেই জন্য গত ২৫ মার্চ থেকে হাইড্রক্সিক্লোরোকুইনের রফতানিতে বিধিনিষেধ আরোপ করে কেন্দ্রীয় সরকার।

কিন্তু বিশ্ব জুড়ে বেড়ে চলা করোনা সংক্রমণে ফের এই ওষুধের রপ্তানিতে ভারতকে আর্জি জানিয়েছেন খোদ ডোনাল্ড ট্রাম্প। প্রবল আন্তর্জাতিক চাপের মুখে হাইড্রক্সিক্লোরোকুইন রপ্তানিতে ফের ছাড়পত্র দিতে পারে কেন্দ্রীয় সরকার। এমনটাই খবর মিলছে সূত্র মারফত। তবে ক্ষেত্রে দেশে করোনা মোকাবিলায় পর্যাপ্ত ওষুধ আছে কিনা তা প্রথমে খতিয়ে দেখবে কেন্দ্রীয় সরকার।