July 27, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা তহবিলে দান করলেই পোট্রে ফ্রি, অভিনব উদ্যোগ চিত্র শিল্পির

মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে অর্থদানে সাধারণ মানুষদের উৎসাহ বৃদ্ধি করতে অভিনব উদ্যোগ বালুরঘাটের চিত্র শিল্পী-র। করোনা মোকাবিলায় গরিব মানুষদের পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে নির্দিষ্ট অংকের অর্থ দান করলেই সম্পূর্ণ বিনামূল্যে অর্থদাতার ছবি একে দিচ্ছেন চিত্রশিল্পী শুভাশিষ চক্রবর্তী। করোনা মোকাবিলায় লকডাউনকে সফল করতে গোটা দেশের মানুষ যখন স্বেচ্ছায় নিজেদেরকে গৃহবন্দী করতে বাধ্য হয়েছেন সেই সময় দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের রথতলা এলাকার বাসিন্দা পেশায় চিত্র শিল্পী শুভাশিষ চক্রবর্তী নিজের বাড়িতেই বসেই একে চলেছেন মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে অর্থ দাতাদের ছবি। উদ্দেশ্য ত্রান তহবিলে দানের বিষয়ে সাধারণ মানুষদের মধ্যে যাতে উৎসাহের জোয়ার আসে।

নিজের ফেসবুক আকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করে তিনি করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে অর্থ দান করার অনুরোধ জানানোর পাশাপাশি ত্রান তহবিলে অর্থ দানে আগ্রহ বৃদ্ধির জন্য জনসাধারণের উদ্দেশ্যে প্রস্তাব দিয়ে বলেন, যদি কেউ মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে নির্দিষ্ট পরিমান অর্থ দান করেন তাহলে তিনি সেই অর্থদাতার ছবি বিনামূল্যে একে দেবেন। চিত্র শিল্পীর এই আহ্বানে সোশ্যাল মিডিয়া মারফৎ একাধিক অর্থদাতারা মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে দান করা তাদের অর্থের রসিদ এবং একটি ছবি চিত্র শিল্পী শুভাশিষ চক্রবর্তী-কে মোবাইলে পাঠাতে শুরু করেন। কথা রেখেছেন শিল্পিও। জানা গিয়েছে এইদিন ৫ জন ব্যক্তি করোনা ত্রান তহবিলে অরথদান করেছেন।