হুগলি জেলার ব্যান্ডেল ইএসআই হাসপাতালে করোনা আক্রান্তদের চিকিৎসার খবর ছড়িয়ে পড়ায় উত্তেজনা ছড়ায় স্থানীয় এলাকায়। বিষয়টিকে কেন্দ্র প্রবল উত্তেজনা ছড়ায়।
সূত্রের খবর, ব্যান্ডেল ইএসআই হাসপাতাল করোনা চিকিৎসার জন্য দিয়ে দেওয়া হতে পারে। এই গুজব ছড়িয়ে পড়তেই শনিবার দুপুরে প্রবল উত্তেজনা ছড়াল হুগলি জেলার ব্যান্ডেল স্টেশনে কাছে অবস্থিত এলাকায়। শ্রমিক পরিবারগুলির এই বিক্ষোভে যোগ দেয় বামপন্থী শ্রমিক সংগঠন সিটুও। শ্রমিক ও সিটুর সদস্যদের বক্তব্য, সারা বছর শ্রমিক পরিবারের হাজার হাজার মানুষ এখানে চিকিৎসা করাতে আসেন। আধুনিক পদ্ধতিতে অস্ত্রোপচার ছাড়াও এখানে কেমোথেরাপি হয়।
এর পাশাপাশি শ্রমিকদের ওষুধ দেওয়া ছাড়াও ইএসআইয়ের টাকাও জমা নেওয়া হয়। একই জায়গা থেকে অনেক সুযোগ-সুবিধা পান শ্রমিকরা। তাই স্বাভাবিক কারণেই ক্ষুব্ধ শ্রমিকরা জানান, তাঁদের চিকিৎসা ও অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করে এখানে কোনও করোনা হাসপাতাল করতে দেওয়া হবে না। স্থানীয়রাও শ্রমিকদের বক্তব্যকে সমর্থন জানিয়ে এই বিক্ষোভে সামিল হন।