October 10, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা আতঙ্কে জর্জরিত বিশ্ববাসীর মঙ্গল কামনায় চন্ডী পাঠ

করোনা ভাইরাসের আতঙ্কে থরহরি কম্প গোটা বিশ্ব ,রোজ এই ভাইরাসের জেরে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে ,আক্রান্তের সংখ্যাও বাড়ছে তার কয়েকগুন । সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাপনে ছন্দপতন ঘটেছে এই মারন ভাইরাসের কারনে ।
স্বাভাবিক ছন্দ হারিয়ে মানুষ আজ দিশেহারা । এই পরিস্থিতিতে মানুষের মধ্যে আত্মবিশ্বাস জোগাতে ,সাহস অবলম্বন করতে সর্বোপরি গোটা বিশ্ববাসীর মঙ্গলকামনায় চন্ডী পাঠের আসর বসল মেদিনীপুরে । পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের উদ্যোগে মঙ্গলবার শহরের সিপাহী বাজার এক গৃহস্থের বাড়িতে এই চন্ডী পাঠের আসর বসে । জেলার বিভিন্ন প্রান্ত থেকে ৫১ জন ব্রাহ্মণ একসাথে চণ্ডীপাঠ করেন । প্রথমে মঙ্গলচন্ডীর ব্রত পালিত হয় । তারপর ৫‍১ জন ব্রাহ্মণ সমবেত ভাবে চন্ডী পাঠ করেন । সংগঠনের জেলা সম্পাদক শুভ্রকান্তি চক্রবর্তী বলেন করোনা ভাইরাসের আতঙ্ক থেকে রেহাই পেতে এবং সমগ্র বিশ্ববাসীর মঙ্গল প্রার্থনায় এই চন্ডী পাঠের আয়োজন করা হয়েছে । মারণ ভাইরাস করোনা সংক্রমণ থেকে রেহাই পেতে প্রত্যেককে নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং শরীরের ইমিউনিটি পাওয়ার কিভাবে বৃদ্ধি পায় সেদিকে নজর রাখতে হবে বলেও বললেন সংগঠনের কর্মকর্তারা । ৩ ঘন্টারও বেশি সময় ধরে হয় এই চন্ডীপাঠ । চন্ডী পাঠ শুনতে প্রচুর মানুষ উপস্থিত হয়েছিলেন ।