করোনা আতঙ্কের মধ্যে কখনো শুশুনিয়া জঙ্গলে আগুন, তো কখনো ভূমিকম্পের আতঙ্কে কম্পমান বাঁকুড়ার মানুষ।
জানা গিয়েছে, বুধবার সকালে প্রথমে ১১. ১৯ মিনিটে কম্পন অনুভূত হয় বাঁকুড়ায়। ঠিক তার কিছুক্ষণের মধ্যেই ফের ১১.২৪ মিনিটে আবার কেঁপে ওঠে মাটি। যদিও প্রথমবারের কম্পন অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গেই বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। তবে দ্বিতীয় বারের কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে তাঁদের মধ্যে।
বাঁকুড়া আবহাওয়া দফতর সূত্র অনুযায়ী জানা গিয়েছে, এদিনের প্রথমবার কম্পনের মাত্রা ছিল ৫.৪। যা ২ সেকেন্ড স্থায়ী ছিল। এই কম্পনের উৎসস্থল লাক্ষাদ্বীপ। দ্বিতীয়বার কম্পন অনুভূত হয় ২ সেকেন্ডের মতো। যার রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৪.১। দুর্গাপুর থেকে ২১ কিলোমিটার পশ্চিমে ছিল কম্পনের এপিসেন্টার। তবে এই পরপর দু’বার কম্পনে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।