December 10, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা আতঙ্কের মধ্যেই অলিম্পিকের ভবিষ্যৎ নিয়ে মুখ খুলল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি

চরম প্রতিকূলতা সত্ত্বেও নির্ধারিত সূচি মেনেই অলিম্পিকের আয়োজন করা হবে টোকিওতে। সূত্রের খবর,শুক্রবার প্রথম বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং পরে অলিম্পিক কমিটির তরফে জানিয়ে দেওয়া হয়, অলিম্পিক টোকিও থেকে সরিয়ে নেওয়ার কথা এখনও ভাবছেন না তাঁরা। যদিও বছরের শুরু থেকে চিনে নোভেল করোনা ভাইরাস নামক এক নতুন ধরনের জীবাণুর উদ্ভব হয়। যা ক্রমেই খুব কম সময়ের মধ্যেই তা মহামারির আকার ধারণ করেছে।

শেষ খবর অনুযায়ী, এই করোনা ভাইরাস প্রাণ কেড়েছে অন্তত ১৫০০ জনের। শুধু তাই নয় এই ভাইরাসের সংক্রমণ বিশ্বের অন্তত ২৫টি দেশে ছড়িয়ে পড়েছে। প্রতিবেশী জাপানও এর প্রকোপ থেকে বাদ পড়েনি। জানাগিয়েছে ইতিমধ্যেই জাপানে করোনার প্রভাবে একজনের মৃত্যু হয়েছে। উল্লেখ্য, জুলাইয়ের শেষেই টোকিওতে অলিম্পিকের আয়োজন হওয়া কথা। স্বাভাবিকভাবেই, যে দ্রুত হারে করোনার সংক্রমণ ছড়াচ্ছে তাতে অলিম্পিকের আয়োজন নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে। তবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি জানিয়ে দিয়েছে, টোকিও এখনও পুরোপুরি নিরাপদ। তাই অলিম্পিক সরিয়ে নিয়ে যাওয়ার বা স্থগিত করে দেওয়ার কোনও প্রশ্নই উঠছে না। সূত্রের খবর, এ বছর অলিম্পিকে ২০০ দেশের প্রায় ১১০০ অ্যাথলিট অংশ নেবেন। তবে, করোনার কারণে আয়োজকদের অতিরিক্ত সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।