বিশ্ব জুড়ে ছড়িয়েছে নোভেল করোনা ভাইরাসের আতঙ্ক। চিন ছাড়া আরও ৩৪ টি দেশে অস্তিত্ব মিলেছে এই ভাইরাসের। আর এবার করোনার থাবা শেয়ার বাজারেও। মারণ ভাইরাসের আতঙ্কের জেরে বড়সড় ধস নামল ভারতের শেয়ার মার্কেটে। বিশ্ব বাজারের প্রভাবের জেরে শুক্রবার রেকর্ড পয়েন্ট পতন হল সেনসেক্সের। দিনের শুরুতে প্রায় হাজার পয়েন্ট পড়ে সেনসেক্স দাঁড়ায় ৩৮,৬৬১.৮১ পয়েন্টে। নিফটিও ৩১২ পয়েন্ট পড়ে দাঁড়ায় ১১,৩২১.৩০ পয়েন্টে। ২০১১ এর পর বিশ্ববাজারের প্রভাবে এতবড় পতন হল ভারতীয় শেয়ার বাজারে। শেয়ার বাজার বিশেষজ্ঞরা এই দিনকে ‘ব্ল্যাক ফ্রাইডে’ হিসাবে চিহ্নিত করেছেন।
তবে করনার আতঙ্কে শুধুমাত্র ভারতীয় স্টক মার্কেটেই নয়, প্রভাব পড়েছে করোনার জেরে মার্কিন সূচক ডাউ জোনস পড়েছে ১,১৯০ পয়েন্ট। জার্মানি, জাপানের শেয়ার বাজারেও ধস নেমেছে। বিশ্বের প্রায় সব দেশের শেয়ার বাজারেই প্রভাব পড়েছে নোভেলকরোনা ভাইরাস আতঙ্কের।