করোনা আতঙ্কের জেরে থর থর কম্পমান গোটা বিশ্ব। যার প্রভাব পড়েছে ভারতের অর্থনিতি,স্বাস্থ্য ও ক্রীড়া জগতেও। এমনকি এই করোনা আতঙ্কের জের থেকে বাদ পড়েনি দেশের তাবড় তাবড় নেতা-নেত্রীরাও। জানা গিয়েছে, এই করোনা সংক্রমণের পরীক্ষা দিতে হয়েছে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীকেও।
এর দিন কয়েক আগে বিরোধীদের তরফে দাবি উঠেছিল, ইটালিতে করোনা ছড়াচ্ছে, সে কারণেই ইটালি-ফেরত রাহুল গান্ধীর সংক্রমণ হয়েছে কিনা তা পরীক্ষা করা উচিত। সূত্রের খবর, কংগ্রেস দলের তরফে দাবি করা হয়েছে, ২৯ ফেব্রুয়ারি ইটালি থেকে ফেরার পরে দিল্লি বিমানবন্দরে রাহুল গান্ধীকেও করোনা সংক্রমণের পরীক্ষা করা হয়েছিল। সেই পরীক্ষার জন্য দলের প্রাক্তন সভাপতিকে আধ ঘণ্টারও বেশি সময় লাইনে দাঁড়াতে হয়েছে। এরসাথে তাদের আরো দাবি,রাহুলের শরীরে করোনার কোনও লক্ষণ পাওয়া যায়নি।