May 18, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা আতঙ্কের জেরে বন্ধ করে দেওয়া হচ্ছে কলকাতার বিশেষ কয়েকটি পর্যটন কেন্দ্র

করোনা আতঙ্কের জের এবার কলকাতাতেও। কারনা আতঙ্কের জেরে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে ভিক্টোরিয়া মেমোরিয়াল সংগ্রহশালা। ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে বলে খবর। পাশাপাশি বন্ধ হয়ে যাচ্ছে কলকাতার আরও কয়েকটি বিশেস স্থান। সায়েন্স সিটি, ভারতীয় জাদুঘর এবং বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজ়িয়ামও বন্ধ হয়ে যাচ্ছে আগামী ৩১ মার্চ পর্যন্ত। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে সায়েন্স সিটির তরফ থেকে। কমিয়ে দেওয়া হয়েছিল টিকিট বিক্রি। তবে আলিপুর চিড়িয়াখানা খোলা থাকবে বলেই জানিয়েছে সেন্ট্রাল জ়ু অথরিটি। সে ক্ষেত্রে বিদেশি পর্যটকদের উপরে বিশেষ নজর রাখছেন আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তবে চিড়িয়াখানা সূত্রের খবর, নির্দিষ্ট সময় অন্তর পশুদের খাঁচার বাইরে এবং চিড়িয়াখানার গেটের বাইরে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে বলে।