September 8, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা আতঙ্কের জেরে পিছিয়ে গেল পুরভোট

করোনা ভাইরাসের সংক্রমণের আতঙ্কে পিছিয়ে গেল কলকাতা পুরভোট, সোমবার এমনটাই জানালেন নির্বাচন কমিশন। এপ্রিল মাসের মাঝামাঝি সময় রাজ্যে পুরভোট হওয়ার কথা ছিল, কিন্তু করোনা ভাইরাসের আতঙ্কের জেরে তা পিছিয়ে যায় । তবে করোনা মোকাবিলায় একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্যসরকার। যে কোন জায়গায় এক সাথে বহু লোকের জমায়েতের উপর নিয়ন্ত্রন জারি করা হয়েছে। এই সময় ভোট হলে তার আগে বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করতে হবে। যা এই পরিস্থিতিতে তার উপযুক্ত নয়। তাই সব দিক খতিয়ে দেখে এবার পুরভোট পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছিলেন রাজনৈতিক দলগুলি। সূএের খবর, সেই মতো সোমবার জানানো হয়, হাওড়া ও কলকাতায় ভোট নেওয়া হবে জুনের প্রথম সপ্তাহে। বাকি ১০০টি পুরসভায় জুনের দ্বিতীয় সপ্তাহে ভোটগ্রহণ হবে।