চীনের পাশাপাশি এখন গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে করোনা আতঙ্ক। এবার করোনা ভাইরাস সংক্রমণের আতঙ্কের জেরে আইপিএল ২০২০-র প্রথম ম্যাচের টিকিট বিক্রি করা বন্ধ করল মহারাষ্ট্র সরকার। করোনার জেরে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত সমস্ত দেশের নাগরিকদের ট্যুরিস্ট ভিসা বাতিল করেছে কেন্দ্র। ২৯ মার্চ এই ম্যাচটির মাধ্যমেই ত্রয়োদশ আইপিএল শুরু হওয়ার কথা ছিল। ২৪ মে পর্যন্ত চলার কথা লিগ। কিন্তু এ বিসয় মহারাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রী রাজেশ টোপ এর আগেই বলেছিলেন, বিশ্বজুড়ে করোনাভাইরাস যেভাবে সংক্রমণ ছড়াচ্ছে, তাতে আইপিএল স্থগিত করার কথা ভাবতে পারে সরকার। তবে অন্যদিকে করোনার প্রভাব আইপিএলে পড়বে না বলে জানিয়েছিলেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। যদিও শেষমেশ সরকার ঘোষণা করল, প্রথম ম্যাচের টিকিট বিক্রি স্থগিত করা হয়েছে। আইপিএল বন্ধ হবে কিনা, তা এখনও সঠিক ভাবে বোঝা যাচ্ছে না।