দেশ জুড়ে জারি করোনা আতঙ্ক। এই মারণ ভাইরাসের অ্যান্টিডোট কি, সেই নিয়ে এখন বিশ্ব জুড়ে চর্চা তুঙ্গে। সব জায়গায় চলছে সুরক্ষা ক্যাম্পেন। আর এরই মধ্যে এক অভিনব উপায় বের করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী সূচনা করলেন এক নতুন সোশ্যাল মিডিয়া ক্যাম্পেনের।
Covid-19 ছড়ানো আটকাতে দেশের মানুষের কাছ থেকে প্রযুক্তি নির্ভর অভিনব আইডিয়া চেয়েছেন নমো। সঙ্গে এও জানিয়েছেন সেরা ভাবনাগুলিকে আগামীদিনে ব্যবহার করা হবে করোনা প্রতিরোধে এবং আবিষ্কারকারীদের পুরস্কৃতও করা হবে।
করোনা প্রতিরোধের জন্যে যে সব ভাবনা জমা পড়বে তা যথাযথভাবে বিচার করার পরই কার্যকর করা হবে। সরকারি পোর্টাল on@mygovindia -এ সেই সব ভাবনা শেয়ার করতে বলেন প্রধানমন্ত্রী।