September 20, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা আটকাতে গ্রামের রাস্তা বন্ধ করা হল কোলাঘাটের রাকসা চকে

বর্তমানে সারা রাজ্যে লক ডাউন থাকা সত্ত্বেও বেড়েই চলেছে করোনা ভাইরাসের প্রকোপ, এবার সেই আতঙ্কে বন্ধ করে দিচ্ছে একাধিক গ্রামের মূল রাস্তা, যাতে বাইরে এলাকার কোন মানুষ গ্রামে না প্রবেশ করতে পারে, রবিবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার অন্তর্গত কোলাঘাটের রাকসা চক গ্রামে মূল রাস্তা বন্ধ করে দেয়া হলো, বাঁশ কাঠ দিয়ে ঘিরে ফেলা হয়েছে মূল রাস্তা.

শুধু তাই নয় সেখানে টাঙানো হয়েছে যেখানে লেখা আছে বহিরাগতদের প্রবেশ নিষেধ অর্থাৎ বাইরের মানুষ যে ওই গ্রামে ঢুকতে পারবে না তা দেখলেই বোঝা যাবে, শুধু তাই নয় পাহারা দিচ্ছে গ্রামের যুবকরা, গ্রামবাসীদের বক্তব্য বিনা প্রয়োজনে ঘোরা ফেরা করছে বহিরা গতরা ফলে আরও আতঙ্কের মধ্যে ভুগছে গ্রামবাসীরা নতুন পদক্ষেপ গ্রহণ করল গ্রাম বাসীরা, গ্রাম বাসীদের আরও বক্তব্য বর্তমান সময়ে যেখানে বর্তমান স্বাস্থ্য দপ্তর থেকে রাজ্য সরকার নির্দেশ দিয়েছে বাইরে বেরোনো কিন্তু সেই বার্তাকে তোয়াক্কা না করে এখনো কিছু অসচেতন ব্যাক্তি ঘোরা ফেরা করছে বিভিন্ন এলাকায় তার জন্য গ্রাম বাসীদের এই নয়া উদ্যোগ।