December 11, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা আক্রান্ত হয়ে মৃত্যু কলকাতার খ্যাতনামা অর্থোপেডিক সার্জনের


রাজ্যে করোনা আক্রান্ত হয়ে ফের মৃত্যু হল কলকাতার খ্যাতনামা এক অর্থোপেডিক সার্জনের। গত একদিন আগে শোনা গিয়েছে, রাজ্যে প্রথম চিকিৎসকের মৃত্যুর খবর। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আরো এক চিকিৎসকের মৃত্যুর খবর শোনা গেল। জানা গিয়েছে ওই চিকিৎসকের বাড়ি বালিগঞ্জ ব্যান্ডেল রোডের কাছে। গত ১৪ এপ্রিল থেকে করোনা আক্রান্ত অবস্থায় তাকে সল্টলেকের আমরি হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন ধরেই ওই চিকিৎসক বেলভিউ হাসপাতালে সঙ্গে যুক্ত ছিলেন। পাশাপাশি ওই চিকিৎসক উচ্চ রক্তচাপ ও ব্লাড সুগারের রোগী ছিলেন তিনি। এরপর ১৭ এপ্রিল থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। এরপরই তার মৃত্যুর খবর আসে।

অন্যদিকে রবিবার সল্টলেকের আমরি হাসপাতালে করোনা সংক্রমনে মৃত্যু হয় চিকিৎসক বিপ্লব কান্তি দাশগুপ্তর। তার মৃত্যুতে রাজ্যের চিকিৎসক মহল ভেঙে পড়েন। পাশাপাশি তার মৃত্যুতে শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য করোনা আক্রান্ত বেড়ে চলেছে, তাতে এবার একের পর এক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হচ্ছেন। এর আগে রাজ্যে প্রথম করোনা আক্রান্ত হন আলিপুর কমান্ড হাসপাতালে লেফটেন্যান্ট মর্যাদার এক চিকিৎসক। তবে বর্তমানে তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।