September 19, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারালেন পদ্মশ্রী জয়ী জ্ঞানী নির্মল সিং

নোবেল কোন ভাইরাসের গ্রাসে গোটা দেশ৷এবার সেই মরণ ভাইরাসের থাবায় প্রাণ হারালেন স্বর্ণ মন্দিরের হাজুরি রাগী জ্ঞানী নির্মল সিংIপদ্মশ্রী জয়ী ধর্মীয় গায়ক শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা নিয়ে গুরু নানক দেব হাসপাতালে ভর্তি ছিলেন৷ এরপর বুধবার তার নমুনা পরীক্ষা করা হলে তার দেহে করোনার হদিস মেলে৷ তারপরে বৃহস্পতিবার ভোর সাড়ে চারটে নাগাদ তার মৃত্যু হয়৷ মৃত্যুকালে তার বয়স হয়েছিল 62 বছর৷

সূত্রের খবর গুরু নানাক দেব হাসপাতালের সিভিল সার্জেন্ট জানান এদিন ভোরে তার হার্ট অ্যাটাক হয়েছিল৷ তবে জানা গেছে বেশ কয়েকদিন আগে তিনি বিদেশ সফর করে ফেরেন৷ বিদেশ থেকে ফিরে তিনি বড় ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছিলেন বলে জানা যায়। তার পর থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন৷ হাঁপানিজনিত সমস্যা বাড়তে থাকে তার শরীরে৷ এরপর 30 মার্চ তিনি হাসপাতালে ভর্তি হন। সূত্রের খবর ইতিমধ্যেই ঐ শিখ ধর্মগুরুর বাড়ি শীল করে দেওয়া হয়েছে৷পাশাপাশি তার পরিবারের বাকি সদস্যদেরও পাঠানো হয়েছে কোয়ারেন্টাইনে৷ তাদের নমুনা পরীক্ষা করা হবে। 31 রকম রাগে পারদর্শী ছিলেন নির্মল সিং, 2009 সালে পদ্মশ্রী সম্মানিত করা হয় তাকে।