করোনার করাল থাবা গোটা বিশ্বকে গ্রাস করছে হু হু করে। আর সেই কালো থাবা থেকে রেহাই পেলেননা স্বয়ং হলি সুপারস্টার টম হ্যাঙ্কস ও তাঁর স্ত্রী রিটা উইলসন। তাঁরা এই মুহূর্তে ফিল্মের শুটিংয়ের জন্য অস্ট্রেলিয়ার রয়েছেন। সেখানেই তাঁরা অসুস্থ হয়ে পড়েন। করোনাভাইরাস আক্রান্ত হলে যা যা লক্ষণ দেখা যায়, সেগুলো প্রকাশ পেতেই দু’জনে চিকিৎসকের দ্বারস্থ হন। মেডিক্যাল টেস্টে দু’জনের শরীরেই এই মারণ ভাইরাসের অস্তিত্ব পাওয়া গিয়েছে। এরপর নিজেই টুইট করে এই খবর প্রকাশ্যে আনেন টম।
অস্ট্রেলিয়ার যে জায়গায় টম এবং রিটা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, সেখানে ইতিমধ্যেই ১৩৬ জনের শরীরে এই ভাইরাস মিলেছে এবং তাঁদের মধ্যে তিন জনের মৃত্যুও হয়েছে।
কাস্ট অ্যাওয়ে, সেভিং প্রাইভেট রায়ান, ফরেস্ট গাম্প, দ্য দা ভিঞ্চি কোড, অ্যাঞ্জেল অ্যান্ড ডেভিল সহ বহু ব্লকবাস্টার মুভি উপহার দিয়েছেন অস্কার বিজয়ী ৬৩ বছরের এই অভিনেতা। তিনি ও তাঁর স্ত্রী এই মারণ ভাইরাসের কবলে পড়ায় যথেষ্ট উদ্বিগ্ন গোটা বিশ্বের সিনেমহল।