করাল করোনার গ্রাসে দেশজুড়ে বাড়ছে করোনার আতঙ্ক।এখনো পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা 2000 ছাড়িয়ে গিয়েছে৷ ইতিমধ্যেই মৃত্যু হয়েছে 56 জনের। প্রতিনিয়ত আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় প্রয়োজনের তুলনায় অভাব দেখা দিচ্ছে কোয়ারেন্টাইন সেন্টারের৷ করোনা মোকাবিলায় প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে চলেছেন চিকিৎসক-নার্স বিজ্ঞানীরা৷করোনা সংক্রামিত রোগীকে কোয়ারেন্টাইন করা নিয়ে ও চিকিৎসা করানো নিয়ে বিক্ষোভ দেখান বাঙ্গুর হাসপাতাল এর নার্সরা৷ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বেশকিছু রোগীকে চিকিৎসার জন্য বাঙ্গুরে নিয়ে আসা হয়৷ এই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাঙ্গুর হাসপাতালে নার্সরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যাদবপুর থানার পুলিশ৷ এই ঘটনার পর সেখানে বিশাল পুলিশ কর্মীদের মোতায়েন করা হয়েছে বলে জানা গিয়েছে৷