
এবারে করোনা আক্রান্ত মহিলা রোগীর মৃতদেহ শ্মশানে পৌঁছে দিলেন জলপাইগুড়ি শহরের দুই মেয়ে।
প্রথমে করোনা আক্রান্তকে নিয়ে এম্বুলেন্স চালিয়ে হাসপাতালে পৌঁছে দেওয়া। এরপর শববাহী গাড়ি চালিয়ে সাধারণ মৃতদেহ নিয়ে শ্মশানে পৌঁছে দেওয়ার পর এবারে করোনা আক্রান্তের মৃত দেহ শ্মশানে নিয়ে গেলেন জলপাইগুড়ির ধন্যি মেয়ে দেবশ্রী ভট্টাচার্য। একবার নয় দুবারে দুটি করোনা আক্রান্তর মৃতদেহ নিয়ে ছুটলো তার শববাহী গাড়ি।
জলপাইগুড়ি রাজবাড়ী সংলগ্ন একটি কোভিড নার্সিং হোমে আজ দুজন করোনা রোগীর মৃত্যু হয়। সেই খবর চাউর হয়ে যায় জলপাইগুড়ি শহরে।
এরপর খবর শুনে মৃতদেহ দেহ শ্মশানে নিয়ে যেতে তার সহকারী গীতা থাপাকে নিয়ে এগিয়ে আসেন জলপাইগুড়ি শহরের বেগুনটারি এলাকার বাসিন্দা দেবশ্রী ভট্টাচার্য।
এরপর প্রশাসনের নিয়ম অনুযায়ী বুধবার রাত ১০ টার পর পিপিই কিট পরে শববাহী গাড়ি নিয়ে নার্সিং হোমে হাজির হন দেবশ্রী দেবী। এরপর দুবারে দুটি মৃতদেহ পৌঁছে দিয়ে নজির গড়লেন তিনি।
এই করোনাকালে যেখানে করোনার উপসর্গ পর্যন্ত নেই এমন মৃতদেহ দাহ করতে এগিয়ে আসেনা পাড়া প্রতিবেশীরা। সেখানে দেবশ্রী দেবীর এহেন ভূমিকায় তাকে ফের একবার কুর্নিশ জানিয়েছে শহরবাসীরা।
More Stories
দক্ষিণবঙ্গে বাড়বে তাপপ্রবাহ
মার্চ থেকেই বাড়ছে গরম
জোড়া ঘূর্ণাবর্তের জেরে সপ্তাহভর বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ