May 21, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা আক্রান্ত প্রথম মৃত্যু কেরলে

নভেল করোনা ভাইরাসের এবার গোটা বিশ্ব ছাপিয়ে ভারতেও৷ গোটা বিশ্বে বেড়েছে আক্রান্তের সংখ্যা, তার মধ্যে ভারতের সবথেকে বেশি করো না আক্রান্ত হয়েছে কেরলে৷ শনিবার সকালে জানা যায় করোনা আক্রান্ত হয়ে বছর ঊনসত্তরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে কেরলে৷জানা যায় ওই বৃদ্ধ গত কয়েকদিন ধরেই কচি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন৷
এখনো পর্যন্ত কেরলে করোনা আক্রান্ত হয়েছেন 176 জন৷ এবং শনিবার প্রথম মৃত্যুর ঘটনা উঠে এলো কেরলে৷সূত্রের খবর শুক্রবার রাত থেকেই ওই বৃদ্ধের শারীরিক অবস্থার অবনতি ঘটে। এবং শেষমেষ শনিবার সকালে হাসপাতালে মৃত্যু হয় ওই ব্যক্তির৷ মহারাষ্ট্রে এখনো পর্যন্ত করোনায় আক্রান্ত মোট 173 জন৷দিন দিন দ্রুতহারে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা৷ এইভাবে লাফিয়ে লাফিয়ে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দেশজুড়ে যেন ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে৷