প্রতিনিয়ত দেশে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। আর তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুসংখ্যাও৷ মঙ্গলবার দুর্গাপুর বিধান নগরের একটি বেসরকারি হাসপাতালে 71 বছর বয়সী এক বৃদ্ধকে ভর্তি করা হয়েছিল৷ জানা গিয়েছে পেশায় তিনি ডাক্তার ছিলেন৷ জ্বর,সর্দি কাশি ও শ্বাসজনিত সমস্যা ছিল তার শরীরে৷ তার সাথে তার শরীরে করোনা উপসর্গ লক্ষ্য করা গিয়েছিল৷ এরপর তার লালারসের নমুনা পাঠানো হয় পরীক্ষার জন্য৷রিপোর্ট পজিটিভ আসে৷ এরপরই তাকে সেখান থেকে অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় সেখানে মৃত্যু হয় ওই বৃদ্ধের। এরপর সেই হাসপাতালে 27 জন ডাক্তার ও নার্সদের কোয়ারেন্টাইন এ পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি জানা গেছে, তিনি দিল্লির নিজামুদ্দিন ফেরত কয়েকজনের চিকিৎসা করেছিলেন বলে৷ তারপর থেকেই তিনি জ্বর সর্দি ও শ্বাসজনিত সমস্যায় ভুগতে থাকেন।