September 22, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা আতঙ্কের মাঝে উত্তেজনা দমদম সেন্ট্রাল জেলে, বন্দি ও জেলকর্মীদের মধ্যে খণ্ডযুদ্ধ

একদিকে যেখানে করোনা মোকাবিলায় নাজেহাল দেশ সহ গোটা রাজ্য। ঠিক তারই মধ্যে দমদম সেন্ট্রাল জেলে বন্দি ও জেলকর্মীদের সংঘর্ষে খণ্ডযুদ্ধ বেঁধে উত্তেজনা ছড়ায়। অশান্তি মেটাতে এলে পুলিশ লাঠি চালায় বলে অভিযোগ। শেষ পাওয়া খবর সূত্র অনুযায়ী, শনিবার সকালে বিচারাধীন ও সাজাপ্রাপ্ত বন্দিদের মধ্যে গণ্ডগোল ঘিরে সংঘর্ষের সূত্রপাত হয়। এরপর অশান্তি মেটাতে এলে জেল কর্মীদের সঙ্গেও খণ্ডযুদ্ধ বেঁধে যায় বন্দিদের।

এরপরই বিচারাধীন বন্দিরা জেলের ভিতরে আগুন ধরিয়ে দেয়। জেলকর্মীদের লক্ষ্য করে আধলা ইঁট ছুঁড়তে শুরু করে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শূণ্যে দু রাউন্ড গুলি চালায় বলেও অভিযোগ। নামানো রয়েছে ব়্যাফ। বিচারাধীন বন্দিদের অভিযোগ, তাঁদের আদালতে তোলা হচ্ছে না। এমনকী বাড়ির কাউকে তাদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ।

করোনা আতঙ্কে রাজ্যের সমস্ত আদালতে কাজকর্ম বন্ধ রয়েছে। তাই ওই বন্দিদের আদালতে পেশ করা সম্ভভ হচ্ছে না। এই নিয়ে শনিবার সকালে বিচারাধীন বন্দিরা বিক্ষোভ দেখাতে থাকে তারা। সেই সময় সাজাপ্রাপ্ত বন্দিদের সঙ্গে তাদের হাতাহাতি বেধে যায়। জেল কর্মীরা পরিস্থিতি সামাল দিতে এলে তাদেরও মারধর করা হয়। এরপরই জেলের ভিরতরে রান্নাঘর ও কয়েকটি সেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। বাইরের দিকে জেল সুপারের ঘর, ডায়েরি ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, বাধ্য হয়ে পুলিশকে কাঁদানে গ্যাস ব্যবহারও করতে হয়েছে। এরসাথে নজর রাখা হয়েছে জেল বন্দি কোন আসামি যাতে সেখান থেকে পালাতে না পারে।