করোনা ভাইরাস ক্রমশই ছড়াচ্ছে গোটা দেশে। প্রতিনিয়তই বেরে চলেছে আক্রান্ত থেকে মৃতের সংখ্যা। ভারতে আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০। এই পরিস্থিতিতে করোনার বিরুদ্ধে লড়াইয়ে শামিল হল মুকেশ অম্বানির সংস্থা রিলায়েন্স ইন্ড্রাস্ট্রিস। করোনা আক্রান্তদের জন্য ২ সপ্তাহে তৈরি হল মুম্বাইয়ের নতুন হাসপাতাল। সোমবার এর উদ্বোধন হল। সূত্রের খবর, বর্তমানে একসঙ্গে ১০০ রোগীর চিকিৎসার ব্যবস্থা রয়েছে ওই হাসপাতালে। এছাড়াও মহারাষ্ট্রের লোধিভালিতে একটি আইসোলেশন সেন্টারও তৈরি করেছে রিলায়েন্স গ্রুপ। সেই সঙ্গে বিনামূল্যে মাস্ক ও ফুয়েলও দেওয়ার ব্যবস্থাও করা হচ্ছে। পাশাপাশি চিকিৎসক, নার্স-সহ যারা করোনা আক্রান্তদের সেবায় নিয়োজিত তাঁদের সুস্থ রাখতে একাধিক পদক্ষেপ নিয়েছে রিলায়েন্স গ্রুপ। তাঁদের জন্য প্রতিদিন ১০ লক্ষ মাস্ক তৈরি করা হচ্ছে।