July 27, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

করোনায় মৃত্যু হল হলিউড অভিনেতা অ্যান্ড্রিউ জ্যাকের

করোনার করাল গ্রাস এবার হলিউডে। ইটালিয়ান অভিনেত্রী লুসিয়া বোস, হলিউড অভিনেতা মার্ক ব্লুমের পর এবার করোনার কামড়ে মৃত্যু ঘটল ‘স্টার ওয়ারস’ অভিনেতা অ্যান্ড্রিউ জ্যাকের। মঙ্গলবার ব্রিটেনের সারের এক হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা অ্যান্ড্রিউ। বুধবার এই দুঃসংবাদ প্রকাশ্যে আনেন অভিনেতার ব্যক্তিগত সচিব জিল ম্যাকুলাফ। সূত্রের খবর, মৃত্যুকালে অভিনেতা অ্যান্ড্রিউ জ্যাকের বয়স হয়েছিল ৭৬ বছর। কোয়ারেন্টাইনে ছিলেন বহু আগে থেকেই, কিন্তু দিন দুয়েক আগেই তাঁর শরীরে যে মারণ ভাইরাস করোনার সংক্রমণ ঘটেছে, তা ধরা পড়ে। এরপর ব্রিটেনের সারে অঞ্চলেরই এক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে মঙ্গলবারই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। স্বামীর মৃত্যুর সংবাদ শুনে কোয়ারেন্টাইনে থাকা স্ত্রী গ্যাব্রিয়েল রজার্স সোশ্যাল মিডিয়াতেই শোকাবার্তা জ্ঞাপন করেছেন। লিখেছেন, “অ্যান্ড্রিউ জ্যাকের শরীরে দিন দুয়েক আগেই করোনা সংক্রমণ ধরা পড়েছিল। কোনও বেদনা সইতে হয়নি। ওঁর পরিবারের সকলেই যে ওঁর সঙ্গে ছিল এবং থাকবে, এটাই জেনেই পরম শান্তিতে ঘুমোতে গেল।” উল্লেখ্য, ‘সোলো: আ স্টার ওয়ারস স্টোরি’, ‘স্টার ওয়ারস: দ্য ফোর্স অ্যাওয়াকেনস’ এবং ‘স্টার ওয়ারস: দ্য লাস্ট জেডি’তে তাঁকে অ্যান্ড্রিউকে দেখা গিয়েছিল জেনারেল এমাট এর ভূমিকায়। অভিনেতার পাশাপাশি তিনি হলিউডের নামকরা ডায়ালেক্ট কোচও ছিলেন।