April 18, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

করোনায় বন্ধ প্রাচীন গাজন উৎসব, মৃত্যু জয়ের প্রার্থনা ‘মৃত্যুঞ্জয়ের’ কাছে

করোনা আতঙ্কের জেরে পূর্ব বর্ধমানের কাটোয়া ২নং‌ ব্লকের নন্দীগ্রামে এবছর বন্ধ গাজন‌ উৎসব। স্থানীয় বাসিন্দাদের মতে নন্দীগ্রামের নন্দেশ্বর শিবের গাজন প্রায় ২০০ বছরের পুরোনো। প্রতি বছরই এই গাজন ও চড়কের মেলা প্রতিবছর হাজার হাজার লোকের সমাগম হয় নন্দেশ্বর মন্দির প্রাঙ্গণে। কিন্তু এবছরের ছবি সম্পূর্ণ আলাদা।

গাজন উপলক্ষ্যে এবার কোনো জাঁক জমক নেই, লোকজনের ভিড়ও বেশি নেই। নীল ষষ্ঠী উপলক্ষে সামান্য যেসব ভক্ত আসলেন তাঁরাও পূজো দিলেন সামাজিক দূরত্ব মেনে। গাজন উপলক্ষ্যে বন্ধ চড়ক মেলা। জল ও অর্ঘ নিবেদন করে সব ভক্তের বাবার কাছে একটাই প্রার্থনা, পৃথিবী থেকে করোনা ভাইরাস কে নির্মূল করে মানুষ যাতে সুস্থ থাকেন।