করোনার কবলে প্রাণ হারালেন হলিউডের হরর ফিল্মে অভিনয় করা খ্যাত ব্রিটিশ অভিনেত্রী হিলারি হিথ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। হিলারি হিথের জন্ম হয়েছিল ইংল্যান্ডের লিভারপুলে। ১৯৬৮ সালে ‘উইচফাইন্ডার জেনারেল’ ছবিটির মাধ্যমেই হলিউডে পা রাখেন। যাতে সবথেকে বেশি জনপ্রিয়তা পান হিলারি হিথ।এর পাশাপাশি ‘ দ্যা অবলং বক্স’, ‘ক্রাই’ – এর মতো হলিউডের হরর ফিল্মে অভিনয় করেন হিলারি।
তবে শুধু অভিনেত্রী হিসাবেই নয়, প্রযোজকের হিসাবেও কাজ করেছেন হিলারি হিথ। তবে ১৯৬৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘উইচফাইন্ডার জেনারেল’ ছবিটির জন্য ‘দ্যা ফাইল অফ গোল্ডেল গুস’,’দ্যা বডি স্টিলার্স’ , ‘টু জেন্টলম্যান শেয়ারিং’ সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন। তবে শুধু অভিনেত্রী হিসাবে নয়, প্রযোজক হিসাবেও সাফল্য পান হিলারি হিথ। তাঁর প্রযোজনায় ‘অ্যান অফুলি বিগ অ্যাডভেঞ্চার’, ‘স্টারিং হিউ গ্রান্ট’, ‘অ্যালেন রিকম্যান’ , ‘নিল বাউ মাউথ’ সহ আরও বেশকিছু ছবি রয়েছে। তবে এবার পথ চলা শেষ। করোনার প্রকোপের শিকার হলেন তিনি। আর অভিনেত্রীর মৃত্যু এই খবর সোশ্যাল মিডিয়ায় জানান তাঁর ছেলে অ্যালেক্স উইলিয়ামস। তার এই মৃত্যুতে শোকের ছায়া নেমে পড়ে হলিউড মহলে।