দিল্লির শাহধারা এলাকার সঞ্জয় অমর কলোনিতে বৃদ্ধ প্রতিবেশীকে লাঠি দিয়ে পিঠিয়ে খুন করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। সূত্রের খবর, বুধবার শাহধারা এলাকার সঞ্জয় অমর কলোনিতে কয়েকজনের উদ্যোগে করোনা মহামারিতে দুস্থদের মধ্যে ত্রাণসামগ্রী বিলি করা হচ্ছিল। সেসময় নানহে নামে এক স্থানীয় বাসিন্দা তাকে কম সবজি দেওয়া হয়েছে বলে ত্রাণদাতাদের সঙ্গে গন্ডগোল শুরু করে। সবাই মিলে তাকে বোঝানোর চেষ্টা করেও কোনও লাভ হয়নি।
এরপর বিষয়টিকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা ছড়ায়। আটকে যায় ত্রাণ বিলির কাজও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য নানহে-কে বোঝানোর চেষ্টা করেন তার প্রতিবেশী ৬৫ বছরের বৃদ্ধ শান্তালাল। আর তাতেই বেজায় চটে যান ওই অভিযুক্ত।
অভিযোগ,অভিযুক্ত নানহে বৃদ্ধ শান্তালালকে ধাক্কা দেওয়ার পাশাপাশি একটি লাঠি কুড়িয়ে তাঁর মাথায় সজোরে আঘাত করে। এর ফলে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন শান্তালাল। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে ভরতি করেন ওখানে উপস্থিত মানুষরা।
আর সেখানে চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় ওই বৃদ্ধের। যদিও ঘটনার পর সেখান থেকে চম্পট দেয় অভিযুক্ত। পুরো ঘটনায় পুলিশ তদন্তের পাশাপাশি অভিযুক্তের সন্ধানে তল্লাশি চালাচ্ছে।