কাছের মানুষ দূরে চলে গেলে কঠিন পরিস্থিতিই তাঁদের আবার কাছে নিয়ে আসে। ঠিক যেমন হৃতিক রোশন ও সুজান খান। দেশ জুড়ে চলছে করোনার প্রকোপ। এই পরিস্থিতিতে সন্তানদের পাশে থাকবেন বলে, হৃতিক রোশনের বাড়িতে চলে এলেন তাঁর প্রাক্তন স্ত্রী সুজ়ান খান। ২০১৪ সালে হৃতিক-সুজ়ানের বিবাহবিচ্ছেদ হয়। কিন্তু দু’জনের কেউই পারস্পরিক তিক্ততা প্রকাশ করেননি। বরং বন্ধুর মতো একে অপরের পাশে থেকেছেন। রেহান, হৃদানকে নিয়ে একসঙ্গে বেড়াতেও গিয়েছেন দু’জনে।
ডিনার-মুভি ডেটে নিয়মিত যান তাঁরা। সোশ্যাল মিডিয়ার পোস্টে তাঁরা একে অপরকে ‘প্রিয় বন্ধু’ বলে সম্বোধন করে থাকেন। হৃতিকের বাড়ির সব অনুষ্ঠানেও উপস্থিত থাকেন তাঁর প্রাক্তন স্ত্রী। কিছু দিন আগে শিবরাত্রি উপলক্ষে রাকেশ রোশন, পিঙ্কি রোশন এবং ছেলেদের নিয়ে একসঙ্গে পুজোও দিতে গিয়েছিলেন হৃতিক-সুজ়ান। রাকেশের অসুস্থতার সময়েও হৃতিকের পাশে ছিলেন সুজ়ান।
সুতরাং এই কঠিন পরিস্থিতিতেও যে তাঁরা একে অপরের পাশে থাকবেন তা স্বাভাবিক। তাঁদের এই কোয়ালিটি টাইমের ভিডিও নিজের স্যোশাল সাইটে নিজেই পোস্ট করেছেন হৃতিক, যা ইতিমধ্যেই ভাইরাল নেট দুনিয়ায়।