গোটা বিশ্বের ১৮৫ টি দেশে থাবা বসিয়েছে করোনা ভাইরাস। বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ৩৩ লক্ষের বেশি। তারমধ্যে মৃত্যু হয়েছে দু’লক্ষ ৩৪ হাজারের বেশি মানুষের। তবে এর মধ্যে সবথেকে ভয়াবহ অবস্থা আমেরিকায়। আমেরিকার পড়ে রয়েছে স্পেন, ইতালি, ফ্রান্স, ব্রিটেন। প্রত্যেকটি দেশেই ক্রমশ বাড়ছে সংক্রামিত সংখ্যা।
তবে এইসবের মাঝেই করোনা আক্রান্ত হলেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নিজেই এ কথা জানিয়েছেন, যে তার নমুনা পরীক্ষার রিপোর্টে কোভিড পজিটিভ এসেছে। পাশাপাশি তিনি জানিয়েছেন, তিনি এখন সেলফ আইসোলেশনে রয়েছেন। তবে তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে বলে জানা গিয়েছে। এই সংক্রমণ পুরোপুরি শেষ হওয়ার পরেই ফের কাজে ফিরতে চান তিনি। সূত্রের খবর, মিখাইলকে আশ্বস্ত করে পুতিন বলেছেন, এই কয়েকটা দিন প্রধানমন্ত্রীর দায়িত্ব অন্য কেউ সামলালে ও যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মিখাইলই নেবেন।