করোনা ভাইরাসে সংক্রামিত ব্যক্তিকে দেখেই চিহ্নিতকরণের জন্য অভিনব উপায় বাতলে দিল মহারাষ্ট্র সরকার। যাদের সংক্রমণের সম্ভাবনা দেখা দিয়েছে তাদের বাঁ হাতে একটি বিশেষ ‘স্ট্যাম্প’ লাগিয়ে দেওয়ার সিদ্ধান্ত দেওয়া হয়েছে। রাজ্যের বাকি মানুষদের রক্ষার্থে এরকম নজিরবিহীন পথ অবলম্বন করল মহারাষ্ট্র সরকার। করোনা থেকে রাজ্যবাসীকে বাঁচতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন বিভিন্ন রাজ্যের সরকার। তবে মহারাষ্ট্র সরকার সেই বিষয়ে একধাপ এগিয়ে। মঙ্গলবার মহারাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারান ৬৪ বছরের এক বৃদ্ধ। কয়েকদিন আগেই ওই বৃদ্ধ সৌদি আরব থেকে ফিরেছিলেন বলে জানা যায়। তাই হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের চিহ্নিত করতে তাদের বাঁ হাতে একটি বিশেষ স্ট্যাম্প লাগিয়ে দেওয়ার সিদ্ধান্ত দেওয়া হয়েছে। মঙ্গলবার মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপ এই ঘোষণাই করেছেন।