ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই করোনা ভাইরাস আক্রান্তের তালিকাটা দীর্ঘ হচ্ছে। সূত্রের খবর, দিল্লি সংলগ্ন গুরগাঁওয়ে করোনায় আক্রান্ত হয়েছেন এক পেটিএম কর্মী। তাঁকে নিয়ে বুধবার রাতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৯। জানা গেছে, ওই পেটিএম কর্মী আক্রান্ত হওয়ায় ২ দিনের জন্য বন্ধ রাখা হয়েছে এই গুরগাঁওয়ের এই ই-ওয়ালেট কোম্পানি। কয়েকদিন আগেই ইটালি থেকে ফিরেছিলেন এই পেটিএম কর্মী। তার কিছুদিনের মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর পরীক্ষা করে তাঁর শরীরে মেলে করোনার নমুনা। আতঙ্কের জেরে গুরগাঁওয়ের এই কোম্পানি ২ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থার অন্যান্য কর্মী যাতে বাড়ি থেকে কাজ করতে পারেন, সেকথাও জানানো হয় ।